পূর্ণাঙ্গ শরিয়াহিভত্তিক ইসলামিক ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে গ্লোবাল ইসলামী ব্যাংক

নতুন বছরের শুরু থেকেই পূর্ণাঙ্গ শরিয়াহিভত্তিক ইসলামিক ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে গ্লোবাল ইসলামী ব্যাংক। এর আগে ব্যাংকটির নাম ছিল এনআরবি গ্লোবাল ব্যাংক। বছরের প্রথম দুইদিন সরকারি ছুটি থাকায় ৩ জানুয়ারি থেকে পূর্ণাঙ্গ শরিয়াহিভত্তিক ইসলামিক ব্যাংকিং কার্যক্রম শুরু করল ব্যাংকটি। এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে কুরআন খতম, মিলাদ ও মোনাজাতের আয়োজন করা হয়। প্রধান অতিথি থেকে ইসলামিক ব্যাংকিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম সারওয়ার ও কাজী মশিউর রহমান জেহাদ, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুল ইসলাম ও আতাউস সামাদ, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এর আগে ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের অনুমতি পাওয়ার পর শরিয়াহ্ নীতিগুলোর ভিত্তিতে সব পোর্টফোলিও ইসলামী ব্যাংকিং মোডে পরিবর্তন করেছে। একটি সুযোগ্য শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির তত্ত্বাবধানে শরিয়াহ্ আইনের ভিত্তিতে ব্যাংকটি এখন থেকে তার সব ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করবে।