এবি ব্যাংক ও মেটলাইফের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত
এবি ব্যাংক লিমিটেড এবং মেটলাইফের মধ্যে সোমবার এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় এবি ব্যাংকের এবি নিশ্চিন্ত ফিক্সড ডিপোজিটের গ্রাহকবৃন্দ কোনো প্রিমিয়াম প্রদান ছাড়াই মেটলাইফ থেকে ৮০ লাখ টাকা পর্যন্ত জীবন বীমা সুবিধা গ্রহণ করতে পারবেন।
এবি ব্যাংক লিমিটেডের ডিএমডি আবদুর রহমান এবং মেটলাইফ বাংলাদেশের পরিচালক, মুহাম্মদ আসিফ শামস চুক্তিতে স্বাক্ষর করেন।
এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জনাব তারিক আফজাল, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ হুসাইন এবং মেটলাইফের চিফ ডিস্ট্রিবিউশন অফিসার জাফর সাদিক চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।