শিরোনাম

South east bank ad

ব্যাংকিং সেবা আধুনিকায়নের জন্য এক সপ্তাহ বন্ধ থাকবে এমটিবির সব সেবা

 প্রকাশ: ২৩ অক্টোবর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

ব্যাংকিং সেবা আধুনিকায়নের জন্য মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) লেনদেন এক সপ্তাহ বন্ধ থাকবে। এ সময়ে গ্রাহক-ব্যাংক ও ব্যাংক-ব্যাংক সব ধরনের লেনদেন সেবাও বন্ধ থাকবে।

গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো ওই সার্কুলারে বলা হয়, গ্রাহকদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে কোর ব্যাংকিং সিস্টেমে ব্যাংকিং লেনদেন মাইগ্রেশন সম্পন্ন করার লক্ষ্যে আগামী ২৯ অক্টোবর রাত ১১টা ৫৫ মিনিট থেকে ৫ নভেম্বর রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত এমটিব’র লেনদেন সাময়িকভাবে বিরত রাখার বিষয়ে সম্মতি জ্ঞাপন করা হয়েছে।

এই এক সপ্তাহে ব্যাংকের সব ধরনের শাখা ব্যাংকিং, চেক/ইএফটি/ আরটিজিএস লেনদেনসমূহ, পস/এটিএম এবং ই-কমার্স সাইটের ডেবিট এবং ক্রেডিট কার্ড লেনদেনসমূহ, ইন্টারনেট ব্যাংকিং বন্ধ থাকবে।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: