শতবর্ষ সঞ্চয় প্রকল্প চালু করেছে বেসিক ব্যাংক
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে রাষ্ট্র মালিকাধীন বেসিক ব্যাংক লিমিটেড আকর্ষনীয় মুনাফায় বিশেষ আমানত প্রকল্প ‘শতবর্ষ সঞ্চয় প্রকল্প’ চালু করেছে। এই হিসাবের মাধ্যমে গ্রাহকরা প্রতিমাসে মাত্র ২,৫০০ টাকা জমা করে ১০০ মাসে আয় করতে পারবেন ১০০ হাজার (এক লক্ষ) টাকা।
একক অথবা যৌথ নামে হিসাব খুলে মাসে মাত্র ২,৫০০ টাকা বা তার যেকোনো গুনিতক সর্বোচ্চ ২০,০০০ টাকা জমা করা যাবে। হিসাবে জমাকৃত অর্থের বিপরীতে ১০০ শতাংশ পর্যন্ত ঋণ সুবিধা পাওয়া যাবে। আগামী ১৭ মার্চ ২০২১ পর্যন্ত এই প্রকল্পের অধীনে হিসাব খোলা যাবে।