শিরোনাম

South east bank ad

সোনালী ব্যাংকের ২২০০ কর্মকর্তার পদোন্নতি

 প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

সোনালী ব্যাংকের ২২০০ কর্মকর্তার পদোন্নতি
 

একদিনে বিভিন্ন পদে প্রায় ২ হাজার ২০০ কর্মকর্তাকে কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে সোনালী ব্যাংকে। এর ফলে ব্যাংকটির প্রায় ১২ শতাংশ কর্মকর্তা একসঙ্গে পদোন্নতি পেলেন।

সোমবার (২৩ ডিসেম্বর) ব্যাংকটি সহকারী মহাব্যবস্থাপক, সিনিয়র প্রিন্সিপাল অফিসার, প্রিন্সিপাল অফিসার, সিনিয়র অফিসার ও অফিসার পদে পদোন্নতি দেওয়া হয়।

এ ব্যাপারে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান জানান, দীর্ঘদিন পদোন্নতিতে একটি জটলা ছিল। এ জন্য নিয়মের মধ্যে এই পদোন্নতি দেওয়া হয়েছে। এতে ব্যাংকের কর্মকর্তারা কাজের প্রতি আরো উৎসাহী হবেন। ব্যাংকে কর্মকর্তাদের মধ্যে কর্মচাঞ্চল্য বাড়বে।

প্রসঙ্গত, সোনালী ব্যাংকের সব মিলিয়ে প্রায় ১৮ হাজার কর্মকর্তা রয়েছে। কিছুদিন আগে ব্যাংকটির মহাব্যবস্থাপক ও উপ-মহাব্যবস্থাপক পদে পদোন্নতি দেওয়া হয়। সরকার পরিবর্তনের পর নতুন ব্যবস্থাপনা পরিচালক দায়িত্ব নেয়ার পর দীর্ঘদিন বন্ধ থাকা পদোন্নতির পাশাপাশি কিছু নিয়মিত পদোন্নতির উদ্যোগ নেয়া হয়। এর ধারাবাহিকতায় এসব পদে পদোন্নতি দেওয়া হলো।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: