মানিলন্ডারিং প্রতিরোধে কর্মীদের প্রশিক্ষণ দিল ব্র্যাক ব্যাংক

চট্টগ্রামে নিজেদের কর্মকর্তাদের জন্য মানিলন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধবিষয়ক দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। গত ২ আগস্ট চট্টগ্রাম শহরের একটি হোটেলে আয়োজিত এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে ব্র্যাক ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের ২০০ জনেরও বেশি কর্মকর্তা। আজ সোমবার ব্র্যাক ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এই প্রশিক্ষণ কর্মসূচিতে ব্যাংকটির কর্মকর্তাদের সর্বশেষ হালনাগাদকৃত নিয়মনীতি, প্রবিধি এবং বেস্ট প্র্যাকটিস সম্পর্কে ধারণা দেওয়া হয়, যাতে তারা মানিলন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করতে পারেন।
এই উদ্যোগটি পেশাদার উন্নয়নের প্রতি ব্র্যাক ব্যাংকের অবিচল প্রতিশ্রুতির পরিচায়ক, যা জাতীয় ও আন্তর্জাতিক মান অনুযায়ী শক্তিশালী আর্থিক অবস্থান বজায় রাখার লক্ষ্যে ব্যাংকটির সক্রিয় দৃষ্টিভঙ্গিকে তুলে ধরে। প্রশিক্ষণটি ব্যাংকের কর্মকর্তাদের জন্য খুবই ফলপ্রসূ ছিল। কারণ তারা প্রশিক্ষণে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে জানতে পেরেছে, যা তাদের পেশাগত দায়িত্ব পালনে ব্যাপক সহায়তা করবে।
একটি মূল্যবোধভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ব্যাংক কর্মীদের জ্ঞান ও পেশাগত দক্ষতা উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির আয়োজনের পাশাপাশি এই খাতে উল্লেখযোগ্য হারে বিনিয়োগও অব্যাহত রেখেছে।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. আরিফুজ্জামান প্রধান প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়াও বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের অতিরিক্ত পরিচালক মো. আব্দুল আহাদ অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বিভিন্ন বিষয় নিয়ে ব্যাংক কর্মকর্তাদের সাথে আলোচনা করেন।
এতে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের হেড অব রিজিওনাল করপোরেট (চট্টগ্রাম) কায়েস চৌধুরী এবং চট্টগ্রাম অঞ্চলের রিজিওনাল হেড জামশেদ আহমেদ চৌধুরী।
ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের অর্থায়নে অগ্রাধিকার দেওয়ার ভিশন নিয়ে ব্র্যাক ব্যাংক পিএলসি ২০০১ সালে যাত্রা শুরু করে, যা এখন পর্যন্ত দেশের অন্যতম দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী একটি ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জে ‘BRACBANK’ প্রতীকে ব্যাংকটির শেয়ার লেনদেন হয়। ১৮৭টি শাখা, ৪৫টি উপশাখা, ৩৩০টি এটিএম, ৪৫৬টি এসএমই ইউনিট অফিস, ১,০৮০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ৮ হাজারেরও বেশি মানুষের বিশাল কর্মীবাহিনী নিয়ে ব্র্যাক ব্যাংক করপোরেট ও রিটেইল সেগমেন্টেও সার্ভিস দিয়ে আসছে।
ব্যাংকটি দৃঢ় ও শক্তিশালী আর্থিক পারফরম্যান্স প্রদর্শন করে এখন সকল প্রধান প্রধান মাপকাঠিতেই ব্যাংকিং ইন্ডাস্ট্রির শীর্ষে অবস্থান করছে। আঠারো লাখেরও বেশি গ্রাহক নিয়ে ব্র্যাক ব্যাংক বিগত ২৩ বছরেই দেশের সবচেয়ে বৃহৎ জামানতবিহীন এসএমই অর্থায়নকারী ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশের ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা ও নিয়মানুবর্তিতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ব্র্যাক ব্যাংক।