ন্যাশনাল ব্যাংকের ‘ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট’ কর্মশালা

ন্যাশনাল ব্যাংকের সিআরএম (এমএসএমই) ডিভিশনের উদ্যোগে ১৪ ও ১৫ জুলাই ‘ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ব্যাংকটির ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় ব্যাংকের সিআরএম (এমএসএমই) ডিভিশনের ৩৯ জন নির্বাহী ও কর্মকর্তা অংশ নেন। কর্মশালায় ক্রেডিট রিস্ক সংক্রান্ত বিভিন্ন দিক যেমন ঋণ প্রস্তাব প্রস্তুতকরণ, মূল্যায়ন, ঝুঁকি ব্যবস্থাপনা, ক্রেডিট সিদ্ধান্ত গ্রহণে বিবেচ্য বিষয়াদিসহ বিবিধ বিষয়ে বিশদ প্রশিক্ষণ দেয়া হয়।
১৪ জুলাই ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত হয়ে কর্মশালা উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মেহমুদ হোসেন। উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি হোসেন আখতার চৌধুরী।