এমটিবির নতুন কোম্পানি সেক্রেটারি রেইস উদ্দীন আহমাদ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) তাদের নতুন কোম্পানি সেক্রেটারি হিসেবে রেইস উদ্দীন আহমাদকে নিয়োগ দিয়েছে। এছাড়া তিনি এমটিবির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে চলেছেন।
রেইস উদ্দীন আহমাদ এর আগে ব্র্যাক ব্যাংক লিমিটেডে কোম্পানি সেক্রেটারি, হেড অব রিস্ক ম্যানেজমেন্ট ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৫ সালে ব্র্যাক ব্যাংক লিমিটেডে যোগদান করেন। ২০০২ থেকে ২০০৩ সাল পর্যন্ত স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে দায়িত্বপ্রাপ্ত হেড অব লিগ্যাল ও কমপ্লায়েন্স হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি সংযুক্ত আরব আমিরাতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে হেড অব কমপ্লায়েন্স হিসেবে দায়িত্ব পালন করেন। সম্প্রতি তিনি ব্র্যাক ব্যাংক লিমিটেডের সাবসিডিয়ারি ব্র্যাক সাজন এক্সচেঞ্জ লিমিটেড, ইউকের কোম্পানি সেক্রেটারি হিসেবেও দায়িত্বরত ছিলেন।