শিরোনাম

South east bank ad

ঢাকা ব্যাংক চেয়ারম্যান পুনর্নির্বাচিত আব্দুল হাই সরকার

 প্রকাশ: ২৬ জুন ২০২৩, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

ঢাকা ব্যাংক  চেয়ারম্যান পুনর্নির্বাচিত আব্দুল হাই সরকার

ঢাকা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন আব্দুল হাই সরকার। 

সরকার সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭০ সালে স্নাতকোত্তর ডিগ্রি (এমকম) সম্পন্ন করেন। শিক্ষাজীবন শেষে তিনি আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যে সম্পৃক্ত হয়ে শিল্পপতি হিসেবে পরিচিতি লাভ করেন।

তার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের অন্যতম বৃহৎ ব্যবসায়িক শিল্প গ্রুপ পূর্বাণী গ্রুপ। তিনি ঢাকা ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এছাড়া বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সাবেক সহসভাপতি এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি বর্তমানে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (আইইউবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। তার পুনর্নিয়োগ ইতিবাচকভাবে ঢাকা ব্যাংকের ধারাবাহিক উন্নয়ন ও গ্রাহকদের ব্যাংকিং সেবা প্রদানে উৎকর্ষ সাধনের যাত্রা অব্যাহত রাখবে। 

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: