ঢাকা ব্যাংক ও অনন্ত রিয়েল এস্টেটের মধ্যে চুক্তি

ঢাকা ব্যাংক লিমিটেড ও অনন্ত রিয়েল এস্টেট লিমিটেডের মধ্যে একটি পে-রোল সার্ভিস চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর গুলশানে অনন্ত করপোরেটের হেড অফিসে সম্প্রতি ব্যাংকের এমডি ও সিইও এমরানুল হক এবং অনন্ত গ্রুপের এমডি শরীফ জহির উভয় প্রতিষ্ঠানের নথি বিনিময় করেন।
চুক্তিতে ব্যাংকের গুলশান শাখার এসইভিপি ও ব্যবস্থাপক মোস্তফা হোসেন এবং অনন্ত গ্রুপের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার সঞ্জীবা ইলেপেরুমা স্বাক্ষর করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ইভিপি ও হেড অব রিটেইল ব্যাংকিং এইচএম মোস্তাফিজুর রহমান, অনন্ত রিয়েল এস্টেটের পরিচালক মিস তাহসিন মাহবুব, অনন্ত গ্রুপের ডিএমডি আসিফ জহির প্রমুখ।