গুলশানে এক্সিম ব্যাংকের ১৪৬তম শাখা উদ্বোধন

এক্সিম ব্যাংক টাওয়ারে ব্যাংকের ১৪৬তম শাখা গতকাল উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার।
সভাপতিত্ব করেন ব্যাংকের এমডি ও সিইও মো. ফিরোজ হোসেন। আরো উপস্থিত ছিলেন প্রাণ-আরএফএলের পরিচালক উজমা চৌধুরী, স্থপতি ইকবাল হাবিব, মাস্কো গ্রুপের চেয়ারম্যান এমএ সবুর, ওডেল গ্রুপের এমডি শাহ্ মো. আব্দুল মহিত, ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মো. নূরুল আমিন ফারুক, মো. নাজমুস সালেহীন, মোহাম্মদ শহিদুল্লাহ, লে. কর্নেল (অব.) সিরাজুল ইসলাম (বীর প্রতীক), আনোয়ার খান মেডিকেলের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, পদ্মা ব্যাংকের চেয়ারম্যান নাফিস সরাফত প্রমুখ।