শিরোনাম

South east bank ad

স্ট্যান্ডার্ড ব্যাংকে "রমজান তাকওয়াহ্ এবং ব্যাংকিং" বিষয়ক সেমিনার

 প্রকাশ: ০৪ এপ্রিল ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

স্ট্যান্ডার্ড ব্যাংকে "রমজান তাকওয়াহ্ এবং ব্যাংকিং" বিষয়ক সেমিনার

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

পবিত্র মাহে রমজান এর সম্মানে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড গত ১লা রমজান ১৪৪৩ হিজরি (৩ মার্চ ) তারিখে ভার্চুয়াল প্লাটফর্মে "রমজান তাকওয়াহ্ এবং ব্যাংকিং" শীর্ষক এক সেমিনারের আয়োজন করে।

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ এর সভাপতিত্বে আয়োজিত এই সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম, ইসলামি চিন্তাবিদ, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সহযোগী অধ্যাপক ও এসবিএল শরি‘য়াহ্সুপারভাইজরি কমিটির সদস্য ড. মোঃ সাইফুল্লাহ।

উক্ত সেমিনারে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, সিআরও ও ক্যামেলকো মোঃ তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোহাম্মদ রফিকুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও এম. লতিফ হাসান, এসবিএল ইসলামি ব্যাংক কনভার্শন প্রজেক্ট এর কোঅর্ডিনেটর, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট ও হেড অব এসবিএল শরি‘য়াহ্ সেক্রেটারিয়েট মোঃ মোহন মিয়া, মানব সম্পদ বিভাগের প্রধান আলকনা কে. চৌধুরী এবং ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি মোঃ আলী রেজা এফসিএমএ, সিআইপিএসহব্যাংকের সর্বস্তরের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অনলাইনে যুক্ত ছিলেন।

প্রধান বক্তা হিসেবে ড. মোঃ সাইফুল্লাহ ইসলামে রমজান মাসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন এবং সে অনুযায়ী আমল করার পরামর্শ দেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার রাশেদ মাকসুদ সেমিনারে উপস্থিত থাকার জন্য ড. সাইফুল্লাহকে ধন্যবাদ জানান। তিনি রমজানের গুরুত্ব অনুধাবন করে জীবনের সকলপর্যায়ে পবিত্র এই মাসের শিক্ষা পরিপালনের জন্য অংশগ্রহণকারী সকলেরপ্রতি আহ্বান জানান।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: