শিরোনাম

South east bank ad

অগ্রণী ব্যাংকের নেতৃত্বে পাঁচ ব্যাংকের সঙ্গে বসুন্ধরা গোল্ডের ৩০৩২ কোটি টাকার সিন্ডিকেট ঋণচুক্তি

 প্রকাশ: ৩১ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

অগ্রণী ব্যাংকের নেতৃত্বে পাঁচ ব্যাংকের সঙ্গে বসুন্ধরা গোল্ডের ৩০৩২ কোটি টাকার সিন্ডিকেট ঋণচুক্তি

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

বসুন্ধরা গোল্ড রিফাইনারী লিমিটেডের সঙ্গে রাষ্ট্র মালিকানাধীন পাচ ব্যাংকের সিন্ডিকেট ঋণ চুক্তি স্বাক্ষর হয়েছে গত বুধবার ৩০ মার্চ রাজধানীর র‌্যাডিসন ব্লু হোটেলে। অগ্রণী ব্যাংকের লিড অ্যারেঞ্জে অন্যান্য ব্যাংকসমূহ হচ্ছে সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট লিমিটেড।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।

উক্ত অনুষ্ঠানে বসুন্ধরা গোল্ড রিফাইনারী লিমিটেড এর পক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর এবং অগ্রণী ব্যাংক লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম, সোনালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ আতাউর রহমান প্রধান, জনতা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. আব্দুছ ছালাম আজাদ, রূপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী আলমগীর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পাঁচ ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক, উধ্বর্তন নির্বাহী এবং বসুন্ধরা গ্রুপের উর্ধ্বতন নির্বাহী এবং কর্মকর্তাগণ।

উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক লিমিটেড এর মহাব্যবস্থাপক ড. মোঃ আব্দুল্লাহ আল মামুন।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: