ঋণ বিতরণ কার্যক্রম শুরু করল বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড

একজন নারী ঋণগ্রহীতার হাতে অর্থ তুলে দেয়ার মাধ্যমে ঋণ বিতরণ কার্যক্রম শুরু করল বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। ওই নারী ঋণগ্রহীতার নাম কাজী নাজমা সুলতানা। সম্প্রতি রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে আনুষ্ঠানিকভাবে এ ঋণ হস্তান্তর করা হয়। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারিক মোর্শেদ তার হাতে ঋণ মঞ্জুরিপত্রটি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, ব্যাংকের উপদেষ্টা সহিদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) কেএম আওলাদ হোসেনসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।