মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের বামেলকো সম্মেলন অনুষ্ঠিত

কর্মকর্তাদের মাঝে মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে গৃহীত পদক্ষেপগুলো ও পরিবর্তনগুলো সবার অবগতির জন্য সম্প্রতি শাখা মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (বামেলকো) সম্মেলনের আয়োজন করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড। এতে ব্যাংকের ৫০০ কর্মকর্তা অংশ নেন। যার মধ্যে ছিলেন শাখাপ্রধানরা, শাখা মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা ও প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তারা।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান আবু হেনা মোহা. রাজী হাসান। বিশেষ অতিথি ছিলেন জেনারেল ম্যানেজার মো. শওকাতুল আলম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এমটিবির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ মাহবুবুর রহমান, অনুষ্ঠানটি সঞ্চালন করেন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও চিফ অপারেটিং অফিসার (সিওও) এবং প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা তারেক রিয়াজ খান।
অনুষ্ঠানে অতিথি বক্তা ছিলেন বিএফআইইউর যুগ্ম পরিচালক মো রোকন-উজ-জামান। এতে আরো উপস্থিত ছিলেন এমটিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও চিফ বিজনেস অফিসার (সিবিও) সৈয়দ রফিকুল হক, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও চিফ গ্রুপ রিস্ক অফিসার চৌধুরী আখতার আসিফ, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও হেড অব গ্রুপ ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্ল্যায়েন্স গৌতম প্রসাদ দাস এবং উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) করপোরেট অ্যান্ড কমার্শিয়াল বিজনেস মো. খালিদ মাহমুদ খান।