বেসিক ব্যাংকের আমচত্বর উপশাখার শুভ উদ্বোধন

দেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার লক্ষ্য নিয়ে শতভাগ রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেড গতকাল বুধবার রাজশাহীতে ব্যাংকের ৫ম উপশাখা ‘আমচত্বর উপশাখা’ শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক মোঃ রফিকুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন মোঃ রাজীব পারভেজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আহম্মদ হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাজশাহী শাখা ব্যবস্থাপক মোঃ রাকিবুল হাসান, নাটোর শাখা ব্যবস্থাপক ওয়াজী উদ্দীন মোঃ সাইফুল্লাহ সহ স্থানীয় ব্যবসায়ি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শুভানুধ্যায়িরা উপস্থিত ছিলেন।