গ্লোবাল ইসলামী ব্যাংকের টৈটং উপশাখা চালু

কক্সবাজারের পেকুয়ায় গতকাল গ্লোবাল ইসলামী ব্যাংকের টৈটং উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপশাখাটি উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ হাবিব হাসনাত। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের এএমডি মো. গোলাম সারওয়ার ও কাজী মশিউর রহমান জেহাদ, ডিএমডি আতাউস সামাদ প্রমুখ।