ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ১৫টি ওজন পরিমাপক যন্ত্র দিয়েছে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেক-ইন কাউন্টারগুলোতে ব্যবহারের জন্য ১৫টি ওজন পরিমাপক যন্ত্র দিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড (এফএসআইবিএল)। গতকাল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের এএমডি মো. মোস্তফা খায়ের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডিরেক্টর অ্যাডমিনিস্ট্রেশন (যুগ্ম সচিব) জিয়াউদ্দিন আহমেদের কাছে এসব ওজন পরিমাপক যন্ত্র হস্তান্তর করেন। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডিরেক্টর প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং এয়ার কমডোর (অব.) মো. মাহবুব জাহান খানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।