ট্রাস্ট ব্যাংকে মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

ট্রাস্ট ব্যাংক লিমিটেডের মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগের উদ্যোগে ‘বার্ষিক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ’ বিষয়ক এক ভার্চুয়াল সভা বৃহস্পতিবার ট্রাস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ের ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে।
সভায় এমডি ও সিইও ফারুক মঈনউদ্দীন, এএমডি ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (ক্যামেলকো) হুমায়রা আজম, ডিএমডি ও সিবিও আহসান জামান চৌধুরী উপস্থিত ছিলেন।
এছাড়া অন্যদের মধ্যে প্রধান কার্যালয়ের সব বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক, উপশাখা ব্যবস্থাপক ও শাখা মানি লন্ডারিং প্রতিরোধ কর্মকর্তারা অংশ নেন।