আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের (এআইবিএল) বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন-২০২১ ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান আলহাজ আব্দুস সামাদ লাবু প্রধান অতিথি হিসেবে শনিবার সম্মেলনের উদ্বোধন করেন।
এমডি ও সিইও ফরমান আর চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভায় পর্ষদের পরিচালক আলহাজ সেলিম রহমান, বদিউর রহমান, আলহাজ আব্দুল মালেক মোল্লা, আলহাজ মো. আনোয়ার হোসেন, আলহাজ ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ, আলহাজ আহামেদুল হক, আলহাজ নিয়াজ আহমেদ, আলহাজ মোহাম্মদ হারুন, মো. রফিকুল ইসলাম, মো. আমির উদ্দিন পিপিএম অংশ নেন।