এসআইবিএল এর বার্ষিক ব্যবসায় সম্মেলন অনুষ্ঠিত

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) দুই দিনব্যাপী বার্ষিক ব্যবসায় সম্মেলন ২০২১ ভার্চুয়াল প্লাটফর্মে শেষ হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশ নেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী।
সম্মেলনে ২০২১ সালের জন্য ব্যাংকের কর্মকৌশল, বাস্তবায়ন, বিগত বছরের মূল্যায়ন প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয়। ব্যাংকের দুই ডিএমডি, বিভাগীয় প্রধানরা, ঊর্ধ্বতন নির্বাহীরা এবং দেশব্যাপী বিস্তৃত ১৬৮টি শাখার ব্যবস্থাপক ও ৬৩টি উপশাখার ইনচার্জ ব্যবসায় সম্মেলনে যোগ দেন।