এনসিসি ব্যাংক ও টিএমএসএসের মধ্যে চুক্তি

এনসিসি ব্যাংকের উদ্যোগে বাংলাদেশ ব্যাংকের রিভলবিং রিফাইন্যান্স স্কিমের আওতায় কভিড-১৯-এ ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের পেশাজীবী, কৃষক এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বল্পসুদে বিশেষ ঋণ সুবিধা দেওয়া হচ্ছে।
এ লক্ষ্যে এনসিসি ব্যাংক সম্প্রতি টিএমএসএসের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ এবং টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসনে আরা বেগম চুক্তিতে সই করেন।
এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন, এসভিপি এবং রেমিট্যান্স ও এনআরবি সার্ভিস বিভাগের প্রধান মো. মাহ্ফুজুর রহমান, সিআরএম বিভাগের ভিপি মুহাম্মদ শাহিদুল ইসলাম, ভিপি ও দিলকুশা শাখার ব্যবস্থাপক মো. ওয়ালিউল ইসলাম এবং টিএমএসএসের পরামর্শক সুশান্ত কুমার প্রামাণিক, ডিরেক্টর (ফিন্যান্স) মো. আবুল বাশার ভূঁইয়া ও পরামর্শক (অর্থ) সুরজিত কুমার সাহাসহ অন্যান্য নির্বাহী উপস্থিত ছিলেন।