South east bank ad

১৯ বিলিয়ন ডলার ছাড়ালো বৈদেশিক মুদ্রার রিজার্ভ

 প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   বাংলাদেশ ব্যাংক

১৯ বিলিয়ন ডলার ছাড়ালো বৈদেশিক মুদ্রার রিজার্ভ

রেমিট্যান্স ও রফতানি আয়ের ভিত্তিতে বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৯ বিলিয়ন ডলার অতিক্রম করেছে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ১১ নভেম্বর পর্যন্ত আমদানি পণ্যের সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বিল বাবদ ১ দশমিক ৫০ বিলিয়ন ডলার পরিশোধ করেছে বাংলাদেশ, যার ফলে রিজার্ভ কমে ১৮ দশমিক ৪৫ বিলিয়ন ডলারে (বিপিএম-৬) নেমে যায়। তবে গত এক মাসে বিদেশি মুদ্রার এই সঞ্চয় বাড়তে বাড়তে আবারো ১৯ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নিয়ম অনুযায়ী, বর্তমানে রিজার্ভ ১৯ দশমিক ২০ বিলিয়ন হলেও বাংলাদেশ ব্যাংকের হিসাবে তা ২৪ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। বিশ্বব্যাংকের ঋণ পেলে চলতি ডিসেম্বর মাসেই রিজার্ভ ২০ বিলিয়ন ডলার ছাড়াতে পারে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হোসনে আরা শিখা গণমাধ্যমকে জানান, রিজার্ভ একটি চলমান বিষয়, এটি একসময় কমবে, আবার বাড়বে। বর্তমানে প্রবাসী আয়ের প্রবাহ ইতিবাচক এবং রফতানি আয়ও বৃদ্ধি পাচ্ছে। আশা করছি শিগগিরই রিজার্ভ ২০ বিলিয়ন ডলার ছাড়াবে।

BBS cable ad

বাংলাদেশ ব্যাংক এর আরও খবর: