শিরোনাম

South east bank ad

বারবার কেন বাংলাদেশের কোচিংয়ে এত পরিবর্তন?

 প্রকাশ: ০১ জানুয়ারী ১৯৭০, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

টি টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই বাংলাদেশ ম্যানেজমেন্টে পরিবর্তন শুরু। এখনো চলছে তা। পেস বোলিং কোচ ওটিস গিবসন আর ফিল্ডিং কোচ রায়ান কুক চলে গেছেন।

তাদের জায়গায় দু’দুজন কোচ নিয়োগও শেষ। এইতো সেদিন ফাস্ট বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকান অ্যালান ডোনাল্ড। আর গত (৫ মার্চ ) শনিবার রাতে ফিল্ডিং কোচ হিসেবে শন ম্যাকডরমটের নাম ঘোষণা হয়েছে ।

কেন কোচ পদে এত রদবদল?

বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, বিসিবি ঘন ঘন কোচ রদবদল করেনি। যারা চলে গেছেন, তারা বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে গড়পড়তা ২ বছর কাজ করেছেন।

জালাল বলেন, ‘অন্যান্য দেশে ২-১ বছর পরপর পরিবর্তন হয়। দল পারফর্ম না করলে অনেক কোচকে বরখাস্ত করা হয়। একটা অ্যাশেজ হেরেছে বলে ইংল্যান্ড সিলভারউডকে বরখাস্ত করেছে। আধুনিক ক্রিকেটে কেউ ৩-৪ বছর কাজ করবে না। আপনি দীর্ঘমেয়াদী কোচ পাবেন না।’

‘ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট শুরু হওয়ার পর ওই ট্রেন্ড থেকে সবাইকে বের হয়ে আসতে হয়েছে। এখন সবার সংক্ষিপ্ত সময়ের চুক্তি হচ্ছে। যাদের আমরা পরিবর্তন করেছি তারা প্রত্যেকে দুই বছরের মত কাজ করেছে। তারপর হয়ত ব্যক্তিগত কারণে থাকছে না। যাদের নিয়ে আসছি তারা এভেইলেবল। তারা যেন দলের সাথে ভালো কাজ করে সেটাই আমাদের উদ্দেশ্য।’

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: