মাদ্রাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যু
নইন আবু নাঈম, (বাগেরহাট):
বাগেরহাটের শরণখোলায় মরিয়ম (১০) নামের এক মাদ্রাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
গত (৪ ফেব্রুয়ারী) রাত ৮টার দিকে উপজেলার রাজেশ্বর গ্রামের রফিকুল ইসলামের বাড়ীতে এ ঘটনা ঘটে। পরিবারের দাবী মরিয়মকে জ¦ীন মেরে ফেলেছে।
হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার রাজেশ^র গ্রামের বাসিন্দা মো. রফিকুল ইসলামের সতালো মেয়ে ও রায়েন্দা মহিলা মাদ্রাসার নুরানী বিভাগের ছাত্রী মরিয়ম আক্তার গত (২ ফেব্রুয়ারী) মাদ্রসা থেকে ছুটি নিয়ে মায়ের কাছে বাড়ীতে আসে। (৫ ফেব্রুয়ারী) বিকেলে প্রতিবেশী শিশুদের সাথে খেলাধুলা শেষে নিখোঁজ হয়।
পরিবারের লোকজন খোঁজাখুজির পরে রাত সাড়ে সাতটার দিকে ঘরের মাচাঁর পাটাতনের উপরে অচেতন অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করে।
এব্যপারে মরিয়মের মা আসমা বেগম বলেন, আমার সাথে জ¦ীন আছে ওই জ¦ীন বিভিন্ন সময় আমাকে ভয় ভীতি দেখায় এবং বলে তোমাকে ও তোমার স্বামী সন্তানকে মেরে ফেলবো। আমার ধারনা জ¦ীন আমার মেয়েকে শ^াসরোধ করে মেরে ফেলেছে।
শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সুধীর দেবনাথ জানান, হাসাপতালে আনার পূর্বেই শিশিুটির মৃত্যু হয়েছে।
শরণখোলা থানা অফিসার ইনচার্জ মো.সাইদুর রহমান বলেন, শিশু মরিয়মের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাটে মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্টে মৃত্যুর কারন জানা যাবে।