বাংলাদেশ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্টের উদ্বোধন
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এর অতিরিক্ত আইজিপি ও বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের সভাপতি মোঃ মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম পুলিশ স্টাফ কলেজ, বাংলাদেশ এর ক্রিকেট মাঠে বাংলাদেশ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্ট (আইজিপি কাপ) ২০২১-২২ এর শুভ উদ্বোধন করেন।
অতিরিক্ত আইজিপি বাংলাদেশ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্ট (আইজিপি কাপ) ২০২১-২২ অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন বলে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং কমিটির সকল সদস্যসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। এধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে ”বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব” দেশের ক্রিকেটে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং বাংলাদেশ ক্রিকেট জাতীয় দলে বাংলাদেশ পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, বাংলাদেশ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্ট (আইজিপি কাপ) ২০২১-২২ এ মোট বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের মোট ২২ টি দল ৪টি গ্রুপে বিভক্ত হয়ে এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। বাংলাদেশ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্ট (আইজিপি কাপ) ২০২১-২২ এর ১ম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন এপিবিএন ও খুলনা রেঞ্জ পরস্পরের মুখোমুখি হয়েছে।
উক্ত সভায় অতিরিক্ত ডিআইজি, আইপি হেডকোয়ার্টার্স; যুগ্ম কমিশনার (পিওএম), ডিএমপি; অধিনায়ক, ৫ এপিবিএন; উপ-পুলিশ কমিশনার, মিরপুর বিভাগ ডিএমপিসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, খেলোয়াড়বৃন্দ, সার্পোটিং স্টাফ, প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।