অপহরণ মামলার ভিকটিম উদ্ধার সহ আসামী গ্রেফতার
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
০৪/০৩/২০২২খ্রিঃ তারিখ খান মুহাম্মদ মাইনুল জাকির, অফিসার ইনচার্জ এয়ারপোর্ট থানা, এসএমপি, সিলেট মহোদয়ের দিক নির্দেশনায় এসআই/ আবুল হোসেন, এএসআই(নিঃ)/ জুনায়েদ হোসেন ও সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে ০৪/০৩/২০২২খ্রিঃ তারিখ রাত অনুমান ২০.৪৫ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে অত্র এয়ারপোর্ট মামলা নং-০৫, তাং-০৪/০৩/২০২২খ্রিঃ, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০০৩) এর ৭/৩০ এর এজাহার নামীয় আসামী ১/ নুর ইসলাম (২০), পিতা-আব্দুস ছাত্তার, মাতা-তাছলিমা বেগম, সাং-দেবীপুর, কালিয়াপাড়া ইউ/পি টামটা উত্তর, থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুর, বর্তমানে সাং-বাসা নং-ঐক্যতান ১৪১/৩, পশ্চিম পীরমহল্লা, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেটকে তার ভাড়া বাসা এয়ারপোর্ট থানাধীন পশ্চিম পীরমহল্লা সাকিনস্থ বাসা নং-ঐকতান-১৪১/৩ হতে গ্রেফতার করতঃ তার হেফাজত হতে মামলার ভিকটিম (১৫) জেলা-সিলেটকে উদ্ধার করা হয়।
মামলাটির তদন্ত অব্যাহত আছে। উদ্ধারকৃত ভিকটিমকে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে প্রেরণ করা হয়েছে এবং আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।