South east bank ad

অপহরণ মামলার ভিকটিম উদ্ধার সহ আসামী গ্রেফতার

 প্রকাশ: ০৫ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

০৪/০৩/২০২২খ্রিঃ তারিখ খান মুহাম্মদ মাইনুল জাকির, অফিসার ইনচার্জ এয়ারপোর্ট থানা, এসএমপি, সিলেট মহোদয়ের দিক নির্দেশনায় এসআই/ আবুল হোসেন, এএসআই(নিঃ)/ জুনায়েদ হোসেন ও সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে ০৪/০৩/২০২২খ্রিঃ তারিখ রাত অনুমান ২০.৪৫ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে অত্র এয়ারপোর্ট মামলা নং-০৫, তাং-০৪/০৩/২০২২খ্রিঃ, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০০৩) এর ৭/৩০ এর এজাহার নামীয় আসামী ১/ নুর ইসলাম (২০), পিতা-আব্দুস ছাত্তার, মাতা-তাছলিমা বেগম, সাং-দেবীপুর, কালিয়াপাড়া ইউ/পি টামটা উত্তর, থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুর, বর্তমানে সাং-বাসা নং-ঐক্যতান ১৪১/৩, পশ্চিম পীরমহল্লা, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেটকে তার ভাড়া বাসা এয়ারপোর্ট থানাধীন পশ্চিম পীরমহল্লা সাকিনস্থ বাসা নং-ঐকতান-১৪১/৩ হতে গ্রেফতার করতঃ তার হেফাজত হতে মামলার ভিকটিম (১৫) জেলা-সিলেটকে উদ্ধার করা হয়।

মামলাটির তদন্ত অব্যাহত আছে। উদ্ধারকৃত ভিকটিমকে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে প্রেরণ করা হয়েছে এবং আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: