নিলাম বিজ্ঞপ্তি
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
শাহপরাণ (রহঃ) থানার মামলা নং-১৮, তাং- ২০/০৯/২০২১খ্রঃ, ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি এবং বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আমলী আদালত- ০৩, সিলেট এর আদেশ নং- ১৭, তারিখ- ২৭/০২/২০২২ খ্রিঃ এর জব্দকৃত ৪৯০ পিস ভারতীয় সাবান যার মধ্যে (ক)২৮০ পিস Harmony soap সাবান এবং (খ) ২১০ পিস mount soap (Orange/sandal/strawberry soap color) সাবান (ক) নং Harmony soap সাবান হতে ১০ পিস এবং (খ) নং mount soap(Orange/sandal/strawberry soap color) সাবান হতে ১০ পিস করে মোট ২০ পিস ভারতীয় সাবান সংরক্ষন পূর্বক অবশিষ্ট ৪৭০ (চারশত সত্তর) পিস ভারতীয় সাবান আগামী ১০/০৩/২০২২ খ্রিঃ তারিখ বেলা ০৪.০০ ঘটিকার সময় বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আমলী আদালত-০১, সিলেট এর এজলাস প্রাঙ্গণে প্রকাশ্য নিলাম কার্যক্রম অনুষ্ঠিত হবে। উক্ত নিলামে আগ্রহী প্রার্থীদের অংশগ্রহণের জন্য অনুরোধ করা হইল।