পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির টাকা সহ আটক
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
০৪/০৭/২০২১খ্রিঃ তারিখ শাহপরাণ (রহঃ) থানার জনাব জনাব ইন্দ্রনীল ভট্টাচার্য্য রাজন পুলিশ পরিদর্শক (তদন্ত) সার্বিক দিক নির্দেশনায় শাহপরাণ (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্র, এসআই/ উত্তম রায় চৌধুরী সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্তে বিশেষ অভিযান পরিচালনা করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে শাহপরাণ (রহঃ) থানাধীন খিদিরপুর দত্তগ্রাম, কালাটিলা গলির কাঁচা রাস্তার উপর মায়া ষ্টোরের সামনে পৌঁছামাত্র পুলিশের উপস্থিতি দেখে দৌড়ে পালানোর চেষ্টাকালে এসআই(নিঃ)/উত্তম রায় চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় সন্দেহজনক এক ব্যক্তিকে আটক করে দেহ তল্লাশী করে তার হেফাজত হতে (।) নীল এবং সবুজ রংয়ের পলিথিনে মোড়ানো অবস্থায় ৫০(পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট, ওজন ৫ গ্রাম, মূল্য অনুমান ১৫,০০০/- টাকা, (।।) সাথে থাকা মাদক বিক্রির ১০,৩৮০/- (দশ হাজার তিনশত আশি) টাকা, উদ্ধার করেন।
আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ নাহিদ আহমেদ(২৮), পিতা-মৃত উসমান আলী, মাতা-মৃত জয়নব বেগম, সাং-দত্তগ্রাম, কালাটিলা থানা-শাহপরাণ(রহঃ), এসএমপি, সিলেট বলে জানায়।
উক্ত ঘটনায় ধৃত আসামীর বিরুদ্ধে শাহপরাণ (রহ:) থানার মামলা নং-০৫, তারিখ-০৫/০৩/২০২২খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ১০(ক) রুজু করা হয়েছে।