শিরোনাম

South east bank ad

গলাচিপায় পালিত হয়েছে জাতীয় বীমা দিবস

 প্রকাশ: ০১ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সঞ্জিব দাস, (পটুয়াখালী):

পটুয়াখালীর গলাচিপায় সারাদেশের ন্যায় “বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে” এ স্লোগানকে সামনে রেখে জাতীয় বীমা দিবস ২০২২ পালিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (১ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়াম সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. নুরুন্নবী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তফা টিটো, সহ-সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান হাজী মজিবর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা সহ বিভিন্ন ব্যাংকের প্রদানগন সহ বীমা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।

আলোচনা সভায় বক্তাগন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ তৎকালীন পাকিস্তানের আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেছিলেন।

বঙ্গবন্ধুর বীমা খাতে যোগদানের দিনটিকে স্মরণীয় করে রাখতে গত ১৫ জানুয়ারি আইডিআরএ’র অনুরোধে ১লা মার্চকে জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষণা করেন সরকার।

বক্তাগন আরও বলেন, বীমা খাতকে জনগনের সেবায় আরো নিয়জিত করার আহবান জানান।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: