ডিএমপির তিন কর্মকর্তাকে বদলি
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ পরিদর্শক পদমর্যাদার তিনজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
আজ মঙ্গলবার (১ মার্চ) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত পৃথক দুইটি অফিস আদেশে এ বদলি করা হয়।
বদলি হওয়া কর্মকর্তারা হলেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাফরুল থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. জাহানুর আলীকে পুলিশ পরিদর্শক অপরাধ বিভাগ (ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার), ট্রাফিক মিরপুর বিভাগের পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মোহাম্মদ সোহেল রহমানকে ট্রাফিক কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ও উত্তরা বিভাগের পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো. আব্দুর রাজ্জাককে (পিআই-উত্তরা) অপারেশন বিভাগ (পুলিশ কন্ট্রোলরুম) হিসেবে বদলি করা হয়েছে।