শিরোনাম

South east bank ad

বঙ্গবন্ধু জনপ্রশাসন পদকের জন্য আবেদনের সময় বাড়ল

 প্রকাশ: ০১ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

বঙ্গবন্ধু জনপ্রশাসন পদকের জন্য আবেদন জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছে সরকার। সময়সীমা পাঁচ দিন বাড়িয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, সব সিনিয়র সচিব/সচিব, সব বিভাগীয় কমিশনার, সব জেলা প্রশাসক এবং সব উপজেলা নির্বাহী অফিসারকে চিঠি পাঠানো হয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নাছির উল্লাহ খান স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, সময়সীমা ২৮ ফেব্রুয়ারির পরিবর্তে ৫ মার্চ করা হয়েছে।

এতে বলা হয়, বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২২ দেওয়ার লক্ষ্যে পদক ব্যবস্থাপনা, পদকসংক্রান্ত কার্যক্রম ও ইলেকট্রনিক পদ্ধতিতে পরিচালনার জন্য বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ব্যবস্থাপনা সিস্টেম bpaa.mopa.gov.bd সাইটের মাধ্যমে উন্মুক্ত করা হয়েছে।

এ সিস্টেমের মাধ্যমে আবেদন দাখিলের শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারির পরিবর্তে ৫ পর্যন্ত নির্দেশক্রমে পুনঃনির্ধারণ করা হলো।

পদক ব্যবস্থাপনা কার্যক্রমের জন্য পূর্বে ঘোষিত অন্যান্য সময়সূচি অপরিবর্তিত থাকবে বলেও চিঠিতে জানানো হয়। এ পদক দিতে গত ৩১ জানুয়ারি আবেদন আহ্বান করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক নীতিমালা, ২০২২’ অনুযায়ী, ব্যক্তি, দল ও প্রতিষ্ঠান পর্যায়ে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদকের সংখ্যা হবে ১২টি। পুরস্কার হিসেবে একটি স্বর্ণপদক (২১ ক্যারেট মানের ১৫ গ্রাম ওজনের) এবং রাষ্ট্রীয় মনোগ্রাম সংবলিত সম্মাননাপত্র দেওয়া হবে।

ব্যক্তিগত অবদানের জন্য দুই লাখ টাকা, দলগত অবদানের জন্য পাঁচ লাখ টাকা দেওয়া হবে। দলগত অবদানের ক্ষেত্রে দলের সর্বোচ্চ সদস্য সংখ্যা হবে পাঁচজন। দলের প্রত্যেক সদস্যকে স্বর্ণপদক, সম্মাননাপত্র ও ক্রেস্ট দেওয়া হবে এবং নগদ পুরস্কারের পাঁচ লাখ টাকা সদস্যদের মধ্যে সমভাবে বণ্টন করা হবে। প্রতিষ্ঠানের ক্ষেত্রে স্বর্ণপদক, ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: