শিরোনাম

South east bank ad

ভূয়া মহিলা ম্যাজিস্ট্রেট আটক

 প্রকাশ: ০১ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ জামাল হোসেন, (যশোর):

যশোরের শার্শায় সুরাইয়া আক্তার মিষ্টি (২০) নামে ভূয়া মহিলা ম্যাজিস্ট্রেটকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১ মার্চ) দুপুরের সময় নাভারন-সাতক্ষীরা মহাসড়কের উলাশি বাজার থেকে তাকে আটক করা হয়।

আটক ভুয়া মহিলা ম্যাজিস্ট্রেট মিষ্টি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের চারা বটতলার পুটনি গ্রামের আব্দুর রহিমের মেয়ে।

শার্শা থানার এস আই তারিকুল ও উলাশী বাজার কমিটির সভাপতি জামাল উদ্দিন পিপুল বলেন, মঙ্গলবার নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের উলাশী বাজারে একটি ছোট মাইক্রোবাস থেকে নেমে বাজারের সিরাজ উদ্দিনের মুদি দোকান, মনিরুজ্জামানের ফোন-ফ্যাক্সের দোকান, নেয়ামত আলীর ডিপার্টমেন্টাল ষ্টোর, ইমান হোসেনের চায়ের দোকানসহ আরো কয়েকটি দোকানে ঢুকে সুরাইয়া আক্তার মিষ্টি নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে দোকান মালিকদের ফ্রিজ খুলতে বলেন এবং মেয়াদোত্তীর্ন মালামাল থাকলে দোকান মালিকদের নামে মামলাসহ বিভিন্ন ধরনের শাস্তির হুমকি দেয়।

তার আচরণ ও কথাবার্তায় সন্দেহ হলে দোকান মালিকদের একজন শার্শা থানার পুলিশকে ফোন দিয়ে ঘটনাটি জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার ভূয়া পরিচয় নিশ্চিত হয়ে ম্যাজিস্ট্রেট পরিচয়ধারী মিষ্টিকে আটক করে থানায় নিয়ে যায়। আটক সুরাইয়া আক্তার মিষ্টির কাছে একটি ডায়েরি, একটি নোট বুক ও ব্র্যাক এনজিওর একটি পরিচয়পত্র পাওয়া যায়।

ইতিপুর্বে তাকে নাভারণ বাজারের একটি ডায়াগনষ্টিক সেন্টারে রিসিপশন বিভাগে চাকরি করত বলে প্রমাণও মিলেছে।
এ ব্যাপারে শার্শা থানায় একটি মামলা হয়েছে বলে এস আই তারিকুল জানিয়েছেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: