দুর্গাপুরে জাতীয় বীমা দিবস পালিত
এস.এম রফিকুল ইসলাম রফিক ,(নেত্রকোনা):
‘‘বীমা সুরক্ষিত থাকলে-এগিয়ে যাবো সবাই মিলে’’ এ প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে নানা আয়োজনে ৩য় জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন সহ দুর্গাপুর উপজেলায় কর্মরত বীমা কোম্পানীদের আয়োজনে এ দিবস পালিত হয়।
এ উপলক্ষে বেস্ট লাইফ, পপুলার লাইফ, ন্যাশনাল লাইফ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স (দুর্গাপুর শাখার) অংশগ্রহনে এক শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ নাসির উদ্দিন এর সঞ্চালনায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব-উল- আহসান এর সভাপতিত্বে অন্যদের মাঝে ব্যক্তব্য করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, বীমা কর্মকর্তা শিউলী আক্তার, নিজাম উদ্দিন, মোঃ হাবিবুর রহমান, আমজাত হোসেন।
আলোচনা শেষে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে বীমার গুরুত্ব শীর্ষক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বক্তারা বলেন, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশেও প্রতিটি বিষয়ের বীমা করা উচিৎ। সকল সম্পদের বীমা করা থাকলে ঐ সম্পাদ নিরাপদে থাকবে। সে বিষয় গুলোকে সামনে রেখে বর্তমান সরকা আজ (১লা মার্চকে) জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষনা করেছেন। উপস্থিত সকলকে নতুন প্রজন্মের কাছে বীমার সুফল তুলে ধরতে আহবান জানান।