শিরোনাম

South east bank ad

প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নে সংবাদ সম্মেলন

 প্রকাশ: ০১ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এইচ কবীর টিটো,(গফরগাঁও):

ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নে দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ (১ মার্চ) মঙ্গলবার সকাল ১১ টায় গফরগাঁও প্রেসক্লাবের শামসুল হক মিলনায়তনে প্রাথমিক সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ এ আয়োজন করে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাথমিক সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের আহবায়ক মোঃ জহিরুল কবির,যুগ্ম আহবায়ক মোঃ আবু নাঈম সালেহ আহমেদ,মোঃ শামসুল হুদা,মোছাঃ মাহমুদা আক্তার সুমনা,ডি,এম মাজহারূল আলম প্রমুখ।

অন্যান্যর মধ্যে সদস্য সচিব মোঃখোদাদাদ হোসাইন সিদ্দিকী,মোঃ আমিনুল ইসলাম, সদস্য রুহুল আমিন ফকির,মোঃআতাউর রহমান দিদারসহ ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের শিক্ষক নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে বক্তারা প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নে প্রধান মন্ত্রীর সদয় অনুগ্রহ কামনা করে তাদের যৌক্তিক দাবি তুলে ধরে বলেন,দেশে স্নাতক পাস যোগ্যতায় বিভিন্ন পেশায় ১০ম গ্রেডে বেতন পাচ্ছে। কিন্তু প্রাথমিক শিক্ষকদের নিয়োগ স্নাতক হলেও বেতন গ্রেড ১৩তম।তাই অচিরেই গ্রেড বৈষম্য নিরসন করে জাতি গড়ার কারিগরদের যথাযথ মর্যাদা দিতে জোর দাবি করে।

বক্তারা আরও বলেন,দ্রব্য মূল্যের উর্দ্ধগতি । মাথাপিছু আয় ২০১৫ সালের তুলনায় বেড়েছে প্রায় দ্বিগুণ। অথচ সহকারী শিক্ষকদের বেতন তেমনটা বাড়েনি।

এমতাবস্থায় নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিসহ জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় মানবেতর জীবন যাপন করছে শিক্ষকরা।তাই মাননীয় প্রধান মন্ত্রী সদয় অনুগ্রহ কামনা করে ১০ম গ্রেড বাস্তবায়ন করতে দাবি করে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: