চার মাস পর কবর থেকে তরুণীর লাশ উত্তোলন
শেখ জাহান রনি, (হবিগঞ্জ):
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় আদালতে মামলার পর তরুণীর লাশ উত্তোলন।
মনতলা তদন্ত পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মোঃ কাইয়ূম উদ্দিন চৌধুরী জানান, গত সাড়ে চার মাস আগে সুলতানা আক্তার (১৫) ফাঁসি লেগে আত্মাহত্যা করেন।
পরে তার পরিবার কাউকে না জানিয়ে, তরুণীর পারিবারিক কবরস্থানে দাফন করেন। দাফন করার কিছুদিন পরেই তার বাবা মোঃ শহীদ মিয়া আদাঐর ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার সহ কয়েক জনের নামে আদালতে মামলা করেন।
পরে আদালতের নির্দেশনায় গতকাল সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মইন ও মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল রাজ্জাক এবং মনতলা তদন্ত পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর ও পুলিশ ফাঁড়ির সদস্য গণদের উপস্থিত ক্রমে মেহেরপুর লাশের পারিবারিক কবর স্থান থেকে সুলতানা আক্তার এর লাশ উত্তোলন করে প্রশাসন।
পরে আরো জানা যায়, ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে লাশ পাঠানো হয়েছে।