পুকুরের পানিতে ডুবে শিশু মৃত্যু
শেখ জাহান রনি, (হবিগঞ্জ):
হবিগঞ্জের মাধবপুরে পুকুরের পানিতে ডুবে মিথিলা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মিথিলা উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের মজিদ মিয়া মেয়ে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল সোমবার (২৮ ফেব্রুয়ারী) বিকেল মিথিলা বাড়ীর পাশেই হাঁটতে বের হয়ে লোকচক্ষুর আড়ালে বাড়ীর পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়।
বাড়ীর লোকজন তাকে না পেয়ে খোঁজাখুঁজি করতে শুরু করে। পরে পুকুরে তার লাশ বাসতে দেখতে পায়।
পরে বাড়ীর আত্মীয় স্বজন তাকে উদ্ধার করে নিকটস্থ মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
মাধবপুর থানার কাসিমনগর পুলিশ ফাঁড়ির এসআই বাবুল চৌধুরী মুঠো ফোনে শিশুর মৃত্যুর খবরের সততা নিশ্চিত করেন।