শিরোনাম

South east bank ad

প্রধানমন্ত্রী আরব আমিরাত যাচ্ছেন ৭ মার্চ

 প্রকাশ: ০১ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

আগামী ৭ মার্চে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, অভিবাসন, জলবায়ু পরিবর্তনসহ পারস্পরিক বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরবে ঢাকা। কূটনৈতিক সূত্র জানায়,

৮ মার্চ দুবাই এক্সপোর আনুষ্ঠানিক প্রোগ্রামে অংশ নেবেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনসহ আরও কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এ ছাড়া দুবাইয়ের ক্রাউন প্রিন্সের সঙ্গে বৈঠকেরও কথা রয়েছে। ১২ মার্চ তিনি দেশে ফিরবেন।

সফর বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, অনেক দিন থেকে মধ্যপ্রাচ্যে আমাদের দ্বিপাক্ষিক সফর হচ্ছে না। আমিরাতের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

শ্রমবাজার, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন নিয়ে দুদেশের মধ্যে সহযোগিতা রয়েছে। এগুলো কীভাবে আরও বাড়ানো যায়, সেই চেষ্টাই আমরা করছি। আশা করছি সফরে এসব বিষয় থাকবে। বিশেষ করে বাংলাদেশে তাদের বিনিয়োগ যেন আসে, এগুলো আলোচনায় থাকবে।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কয়েকটি দেশ সফরের জন্য সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণপত্রগুলো হাতেই রয়েছে। কোভিড-১৯ পরিস্থিতি স্বাভাবিক হলে আমিরাতের পর সফরের তালিকায় রয়েছে শ্রীলংকা ও কাতার। আশা করা হচ্ছে, সব কিছু ঠিক থাকলে আমিরাতের পর শ্রীলংকা সফর করবেন প্রধানমন্ত্রী।

এদিকে প্রধানমন্ত্রীর সফর বাস্তবায়নসহ বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনায় গত ১৩ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুুল মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সে সময় জানায়, দুই পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের দ্বৈত সুবর্ণজয়ন্তী উপলক্ষে কিছু বিশেষ অনুষ্ঠান আয়োজনে সম্মত হন।

যে বিষয়গুলোতে তারা সবচেয়ে বেশি গুরুত্বারোপ করেন তা হলো- গভীর রাজনৈতিক সম্পৃক্ততা প্রতিষ্ঠায় উভয়ের অঙ্গীকার, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা বর্ধিতকরণ, বিমান ও সামুদ্রিক সংযোগ বিশেষ করে নিরবচ্ছিন্ন সরবরাহ চেইন নির্বিঘ্ন রাখতে দুই দেশের সমুদ্রবন্দরের মধ্যে সরাসরি শিপিং সংযোগ স্থাপন এবং সরাসরি কার্গো ফ্লাইট চালু করার বিষয়ে আলোচনা করেন তারা।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: