বাংলাদেশকে উইকেট এনে দিলেন সাকিব
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
শুরুর দশ ওভারে লাগামছাড়া বোলিংয়ে আফগানরা পেয়ে গেছে নিখুঁত এক সূচনা। সেটা মাঝের ওভারেও টেনে আনছিলেন দুই আফগান ওপেনার রিয়াজ হাসান ও রহমানউল্লাহ গুরবাজ।
তবে তাদের এ যাত্রায় বাধা দিলেন সাকিব আল হাসান। রিয়াজকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেললেন। তাতেই বাংলাদেশ পেল প্রথম উইকেটের দেখা।
লড়াইয়ের পুঁজিটা বড় নয়, ২০০ ও পেরোয়নি সংগ্রহটা। এমন পুঁজি নিয়ে জিততে হলে শুরুতেই উইকেট দরকার ছিল বাংলাদেশের। তবে আফগানরা সে সুযোগই দেয়নি বাংলাদেশকে। ভাগ্যও বিড়ম্বনায় ফেলেছে বেশ। তাতে পাওয়ারপ্লে
সেটা চলেছে পাওয়ারপ্লের পরের পাঁচ ওভারেও। যার ফলে হতাশাটা ক্রমেই বাড়ছিল। ১৬তম ওভারে এসে সাকিব আল হাসান অন্তত কিছুক্ষণের জন্য সে হতাশা থেকে মুক্তি দিলেন বাংলাদেশকে।
সাকিবের করা ১৫তম ওভারের তৃতীয় বলটা খানিকটা বাক নিয়ে রিয়াজের রক্ষণ ভেঙে চলে যায় মুশফিকের হাতে, রিয়াজ তখনো ক্রিজের বাইরে। তখনই মুশফিক বেল ফেলে দিতে চেয়েছিলেন, তবে তখন তা হয়নি।
ফিরতি চেষ্টাটা যখন করছেন, তখনও রিয়াজ ক্রিজে ফেরেননি। সে যাত্রায় ঠিকই সফলতা লাভ করেন মুশফিক। তাতেই শেষ হয় রিয়াজের ৪৯ বলে ৩৫ রানের ইনিংসটি। আর বাংলাদেশ পায় প্রথম উইকেটের দেখা।