শিরোনাম

South east bank ad

ছয় সূচকে লক্ষ্যমাত্রার শতভাগ অর্জন করেছে ফায়ার সার্ভিস

 প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় ছয় সূচকে লক্ষ্যমাত্রার ১০০ শতাংশ অর্জন করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। বাকি সূচকগুলোর লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনে গুরুত্ব দিয়ে কাজ করছে সংস্থাটি।

আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পক্ষ থেকে বলা হয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন সমন্বয় সভা গতকাল রোববার (২৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়।

অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. হাবিবুর রহমান।

সভায় জানানো হয়, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ২০২১-২০২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে অন্তর্ভুক্ত কার্যক্রমের সংখ্যা ৩৫টি।

এগুলোর মধ্যে গত ৩১ জানুয়ারি পর্যন্ত ২৯টি সূচকের ষাণ্মাসিক লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। এছাড়া ৬টি সূচকের বার্ষিক লক্ষ্যমাত্রার শতভাগ অর্জিত হয়েছে।

সভার সভাপতি মো. হাবিবুর রহমান বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুসরণে কোনো গাফিলতি করা যাবে না।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সঙ্গে অধিদপ্তরের যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়েছে, সেগুলো বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

সভায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে গঠিত টিমের সদস্যরা এবং অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: