কাউনিয়া থেকে চোরাই মোবাইল ও নগদ টাকাসহ আটক ২
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
কাউনিয়া থানাধীন ৫নং ওয়ার্ডস্থ বেলতলা খেয়াঘাট সংলগ্ন সুন্দরবন শিপইয়ার্ড এর গেটের সামনে পাকা রাস্তার উপর গত শনিবার (২৬ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে নগর গোয়েন্দা বিএমপির একটি চৌকস অভিযানিক টিম অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় কাউনিয়া থানাধীন ৫নং ওয়ার্ডস্থ বেলতলা খেয়াঘাট সংলগ্ন সুন্দরবন শিপইয়ার্ড এর গেটের সামনে পাকা রাস্তা থেকে চোরাই ৫টি মোবাইল ফোন, ও নগদ ৩,৭০০/- (তিন হাজার সাতশত) টাকা সহ দু'জনকে আটক করেন।
আটককৃতরা হলেন, ১) মোঃ মহসিন শেখ (৫৫), পিতা- মৃতঃ আহম্মদ শেখ, মাতা- মোসাঃ ছাহেরা খাতুন, সাং- দক্ষিণ সুতালরি, শেখ বাড়ী, মফেজ উদ্দিন শেখ এর বাড়ী, থানা- মোড়লগঞ্জ, জেলা- বাগেরহাট, এ/পি- গাজী স্কুল সংলগ্ন জনৈক আনিচ এর বাসার ভাড়াটিয়া, রহিম নগর, ৩নং ওয়ার্ড, পোষ্ট- রহিম নগর, থানা- রূপসা, জেলা- খুলনা।
২) মোঃ সেলিম শেখ (৪২), পিতা- মৃতঃ আহম্মদ শেখ, মাতা- ছাহেরা খাতুন, সাং- দক্ষিণ সুতালরি, শেখ বাড়ী, মফেজ উদ্দিন শেখ এর বাড়ী, থানা- মোড়লগঞ্জ, জেলা- বাগেরহাট, এ/পি- গাজী স্কুল সংলগ্ন জনৈক জনিব আলী সরদার এর বাসার ভাড়াটিয়া, রহিম নগর, ৩নং ওয়ার্ড, পোষ্ট- রহিম নগর, থানা- রূপসা, জেলা- খুলনা ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।