পটুয়াখালীতে গাঁজাসহ গ্রেফতার ১
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
পটুয়াখালী জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে পুলিশ সুপার, পটুয়াখালী মহোদয়ের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ),পটুয়াখালীর তদারকিতে গতকাল রবিবার ২৭ ফেব্রুয়ারি) এসআই/মোঃ মাসুদ হাওলাদার, এসআই/বিপুল হালদার, এএসআই/বিএমআর লিমন, এএসআই/পিন্টু হাওলাদার, এএসআই/মোঃ নজরুল ইসলাম, এএস্আই/ মোঃ রাসেল, এটিএসআই/সবুজ মিয়া ও ফোর্সসহ একাধিক মাদক মামলার আসামী মোঃ রাজা মিয়া সিকদার (৪০), পিতা- আঃ মজিদ সিকদার, সাং টাউন বহালগাছিয়া, ১নং ওয়ার্ড, পটুয়াখালী পৌরসভা এর নিকট হতে ১ কেজি গাঁজাসহ ধৃত করা হয়।
এই সংক্রান্তে পটুয়াখালী থানার মামলা নং-৩৭/৭০, তারিখ-২৮-০২-২০২২ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬ (১) এর ১৯(ক) রুজু করা হয়েছে।