ভোলার সন্তান মো. দিদার এসি এম ইউ ভাইস চেয়ারম্যান নির্বাচিত
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
বাংলাদেশি আমেরিকান মো. দিদার আটলান্টিক সিটি মিউনিসিপ্যাল ইউটিলিটিস অথরিটি (এসিএমইউএ)র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
গত ১৬ই ফেব্রুয়ারি, বুধবার অনুষ্ঠিত এসিএমইউএ-র পরিষদ পূর্ণগঠন সভায় তিনি এই পদে নির্বাচিত হন। উল্লেখ্য, তিনিই প্রথম বাংলাদেশি আমেরিকান যিনি এই পদে নির্বাচিত হলেন।
বাংলাদেশের ভোলা জেলার দৌলতখান থানার মরহুম আব্দুল ওয়াদুদ হাওলাদার ও মরহুমা রওশন বেগম এর সন্তান মো. দিদার ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রে আসেন। বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব মো. দিদার ১৯৭২ সালের আঠারো জুন জন্মগ্রহন করেন। মনোবিজ্ঞানে স্নাতকোত্তর মো. দিদার তিন কণ্যা সন্তানের জনক।তাঁর সহধর্মীনি নূর শাহিদা লাকী।
মো. দিদার বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও ধর্মীয় প্রতিষ্ঠান এর সাথে যুক্ত থেকে নিরলসভাবে কমিউনিটি সেবায় নিয়োজিত আছেন।
বাংলাদেশি আমেরিকান মো. দিদার আটলান্টিক সিটি মিউনিসিপ্যাল ইউটিলিটিস অথরিটি (এসিএমইউএ)র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় কমিউনিটিতে বেশ সাড়া পড়েছে।