সাথিয়ায় ডাকাতি মামলায় গ্রেফতার-৬, অবৈধ অস্ত্রসহ মালামাল উদ্ধার
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
সাঁথিয়া থানাধীন শরিষা গ্রামস্থ জনৈক মোঃ আজিজুল হক রনি (৩৫), পিতা-মৃত মজির আলী, এর বসতবাড়ীর সামনে শরিষা, ভিটাপাড়া বাজার হইতে সোনাতলা বাজারগামী পাকা রাস্তার উপর গত ২০ ফেব্রুয়ারি রাত ৮ টার দিকে মোতালেব ১০ টি গরু নিজস্ব তৈরী বাথানের সামনে বেঁধে রেখে তার পিতা ও তার ছেলে আজিজুল হাকিম সহ বাথানের মধ্যে পলিথিন দ্বারা তৈরী ছাপড়ার মধ্যে শুয়ে থাকে।
সে দিন রাত ২ টার দিকে অজ্ঞাতনামা ১৫/১৬ জন ডাকাত দলের সদস্যরা তাহাদের বাথানের মধ্যে প্রবেশ করে আগ্নেয়াস্ত্র, ধারালো ছোরা, টিপচাকু, হাঁসুয়া ইত্যাদি মারাত্বক অস্ত্র দেখিয়ে ভীতি প্রদর্শন করে তাদের হাত, পা, মুখ বেধে ফেলে এবং উক্ত বাথানে রক্ষিত ৪ টি গাভী গরু, একটি এঁড়ে বাছুর, দুইটি বকনা বাছুর এবং দুইটি মোবাইল ফোন ডাকাতি কর নিয়ে যায়। ডাকাতিকৃত মালামালের ক্ষয়ক্ষতির পরিমাণ ৭,৩২,২০০/- (সাত লক্ষ বত্রিশ হাজার দুইশত) টাকা।
বাদী কর্তৃক প্রদত্ত উক্ত রুপ এজাহারের প্রেক্ষিতে অফিসার ইনচার্জ সাঁথিয়া থানা, সাঁথিয়া থানার মামলা নং-৩০, তাং-২৬/০২/২০২২ খ্রিঃ, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু করেন।

মামলা রুজুর পর মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম, পুলিশ সুপার, পাবনা দিকনির্দেশনায় , মোঃ মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) এবং কল্লোল কুমার দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার, বেড়া সার্কেল, পাবনাদ্বয়ের নেতৃত্বে আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম, অফিসার ইনচার্জ সাঁথিয়া থানা, কমল কুমার দেবনাথ, পুলিশ পরিদর্শক (তদন্ত), সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ডাকাতির মাধ্যমে খোয়া যাওয়া গরু এবং মোবাইল ফোন উদ্ধারের নিমিত্তে সাঁথিয়া থানা এলাকাসহ সিরাজগঞ্জ জেলাধীন একাধিক থানা এলাকায় সাড়াশি অভিযান পরিচালনা করে শাহজাদপুর থানাধীন দাঁড়িয়াপুর গ্রামস্থ জনৈকা মোছাঃ রুবিনা জামান, স্বামী-মৃত নুরুজ্জামান এর বসতবাড়ীতে ভাড়ায় বসবাসরত অত্র মামলার ঘটনার সহিত প্রত্যক্ষভাবে জড়িত আসামী মোঃ শিহাব হোসেন (২৪), পিতা-মোঃ ওয়ারেছ আলী, সাং-দোলং, থানা-চাটমোহর, জেলা-পাবনাকে গ্রেফতার পূর্বক তার হেফাজত হইতে একটি ডিসকভার ১২৫ সিসি মোটর সাইকেল ও তার ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
ধৃত আসামীর দেওয়া তথ্য মোতাবেক সিরাজগঞ্জ সদর থানাধীন রতনকান্দি ইউনিয়নের কুড়িপাড়া গ্রাম হইতে উল্লিখিত মামলার ঘটনায় প্রত্যক্ষ ভাবে জড়িত আসামী মোঃ কামরুল ইসলাম (২৫), পিতা-মোঃ কামাল পাশা, সাং-একডালা, থানা-সিরাজগঞ্জ সদর, জেলা-সিরাজগঞ্জ গ্রেফতার পূর্বক তার দেওয়া তথ্য মতে পারশ্ববর্তী গ্রামের মোঃ কোরবান আলী (৪৭), পিতা-মৃত নুর হোসেন, সাং-কুড়িপাড়া, থানা-সিরাজগঞ্জ সদর, জেলা-সিরাজগঞ্জকে বাড়ী হইতে ডাকাতির ঘটনায় খোয়া যাওয়া একটি লাল রংয়ের ক্রস এঁড়ে বাছুর এবং তার পারশ্ববর্তী মোঃ ফরিদুল ইসলাম (৩৫), পিতা-মোঃ শামসুল হক, সাং-কুড়িপাড়া,থানা-সিরাজগঞ্জ সদর, জেলা-সিরাজগঞ্জের বাড়ী হইতে ডাকাতির ঘটনায় খোয়া যাওয়া ৩টি গাভী গরু ও ৩টি বাছুর উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
পরবর্তীতে ধৃত আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদে প্রেক্ষিতে অত্র ডাকাতি ঘটনার মুলহোতা আসামী মোঃ রোকন মোল্লা (২৮), পিতা-মোঃ রহমত মোল্লা, সাং-নেছড়াপাড়া শিববাড়ী, থানা-ফরিদপুর, জেলা-পাবনা ও তার সহযোগী মোঃ আল-আমিন (২০), পিতা-মোঃ দুলাল প্রাং, সাং-বিলচান্দ, থানা-ফরিদপুর, জেলা-পাবনাকে সাঁথিয়া থানাধীন শরিষা গ্রামস্থ জনৈক মোঃ আজিজুল হক রনি (৩৫), পিতা-মৃত মজির আলী, এর বসতবাড়ীর সামনে শরিষা, ভিটাপাড়া বাজার হইতে সোনাতলা বাজারগামী পাকা রাস্তার উপর হইতে ডাকাতির ঘটনায় গরু বহনের কাজে ব্যবহৃত একটি টাটা ট্রাক ( যাহার মডেল নং-৭০৯ঊী২, রেজি নং-ঢাকা মেট্রো-ড-১৪-৮৬৮৫) সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী রোকনের শরীর তল্লাশীকালে তাহার কোমরে গোঁজা অবস্থায় ১ রাউন্ড .২২ বোরের বুলেটসহ একটি কালো রংয়ের ৮ চেম্বার বিশিষ্ট রিভলবার এবং তাদের বসার আসনের নিচ হইতে একটি ধারালো রামদা, একটি ধারালো হাসুয়া ও একটি ধারালো ছোরা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্য আসামী গ্রেফতার এবং খোয়া যাওয়া অবশিষ্ট আলমত উদ্ধারের অভিযান অব্যাহত রহিয়াছে।