টাইগারদের হোয়াইটওয়াশ মিশন
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
বাংলাদেশের সামনে সুবিধা করতে পারছে না আফগানিস্তান। প্রথম ওয়ানডেতে লড়াইয়ের আভাস থাকলেও দ্বিতীয় ম্যাচে খড়কুটোর মতো ভেসে যান সফরকারীরা। টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করার পর এবার হোয়াইটওয়াশ মিশনে টাইগাররা।
বন্দরনগরী চট্টগ্রামে আজ (২৮ ফেব্রুয়ারি) সিরিজের শেষ ওয়ানডে
ম্যাচে মুখোমুখি হবে দুদল। বাংলাদেশের লক্ষ্য শেষ ম্যাচটি জিতে ১০ পয়েন্ট পাওয়া। ১০০ পয়েন্ট নিয়ে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে টাইগাররা। নিজেদের অবস্থান আরও সংহত করার ব্রত নিয়েই আজ মাঠে নামবেন তারা। দুই দেশের সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি শুরু হবে বেলা ১১টায়।
সিরিজ নিশ্চিত হওয়ায় গতকাল ঐচ্ছিক অনুশীলন ছিল বাংলাদেশ দলের। এদিন আর মাঠমুখো হননি সাকিব, লিটন, মোস্তাফিজ, তাসকিন, আফিফ, শরিফুলরা। তবে তামিম, মুশফিক, মিরাজ, ইয়াসিররা ঘাম ঝরিয়েছেন। মিরাজ বলেন, ‘আমাদের তো অপশনাল অনুশীলন। বিপিএলে টানা ম্যাচ খেলেছি। তখন রেস্ট পাইনি। আজও অপশনাল অনুশীলন ছিল। হয়তো সাকিব ভাই একটু ক্লান্ত।
আসলে অনুশীলন করলেই যে ভালো করবে এমন কিছু না। মানসিক রিফ্রেশমেন্টটা অনেক গুরুত্বপূর্ণ। আজকে অপশনাল ছিল। ফলে যার যতটুকু দরকার ততটুকু অনুশীলন করেছে।’ তবে এই অফস্পিনিং অলরাউন্ডার এটিও জানিয়েছেন, শেষ ম্যাচে তারা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবেন। মিরাজ বলেন, ‘আমরা চেষ্টা করব শতভাগ উজাড় করে খেলার জন্য। আমাদের জন্য ১০ পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বকাপে কিন্তু শীর্ষ আট দল কোয়ালিফাই হবে। সিরিজ জিতেছি খুব ভালো কথা। আমাদের পরবর্তী টার্গেট আরেকটি ম্যাচ জিতে ১০ পয়েন্ট নিতে পারলে দলের জন্য অনেক ভালো হবে।’
বাংলাদেশের সামনে সুযোগ প্রথমবার আফগানিস্তানকে ওয়ানডেতে হোয়াইটওয়াশ করার। এর আগে আফগানদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিলেন লাল-সবুজরা। সবশেষ গত বছর জিম্বাবুয়ে সফরে গিয়ে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানেই জিতেছিল বাংলাদেশ। সেই ধারাটা এবার ধরে রাখার পালা তামিমদের। শেষ ম্যাচের একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা ক্ষীণ। কেননা আইসিসি সুপার লিগের ম্যাচ হওয়ায় ১০ পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। আর অতীতেও দেখা গেছে, বাংলাদেশ দল কখনই উইনিং কম্বিনেশন ভাঙে না।
আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। আফগানিস্তানের চাওয়া শেষ ম্যাচটি জিতে হোয়াইটওয়াশ এড়ানো। তাতে মান বাঁচবে। পাশাপাশি সুপার লিগের পয়েন্ট টেবিলে যোগ হবে আরও ১০ পয়েন্ট। ৮ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে অবস্থান করছেন আফগানরা। এই ম্যাচ জিতলেই শ্রীলংকা, আয়ারল্যান্ডকে টপকে টেবিলের চতুর্থ স্থানে উঠে যাবে। গতকাল সাগরিকায় কঠোর অনুশীলন করতে দেখা গেছে আফগানদের। শেষ ম্যাচে জয়কে পাখির চোখ করেছেন রশিদ, মুজিব, নবিরা।