কুমিল্লার ইলিয়টগঞ্জে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ৭ম শাখার শুভ উদ্বোধন
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
কুমিল্লার ইলিয়টগঞ্জে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ৭ম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। এসময় শাখা সংলগ্ন এটিএম বুথ সেবার উদ্বোধন করা হয়।
গত ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার শাখাাটির উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ও এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।
এসময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান মাহবুবুল আলম, ইসি চেয়ারম্যান মো. সাহাবুদ্দিনসহ অন্যান্য পরিচালকবৃন্দ ও উদ্যোক্তা-শেয়ারহোল্ডারগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ।
অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক, উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, গ্রাহক-শুভানুধ্যায়ীগণ, বিশিষ্ট ব্যবসায়ি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।