সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে মোটর শ্রমিকদের কোভিড-19 এর টিকাদান কার্যক্রমঃ
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
অদ্য ২৫/০২/২০২২খ্রিঃ তারিখ সকাল ১০:০০ ঘটিকা থেকে বিকাল ০৫.০০ ঘটিকা পর্যন্ত এসএমপি'র কুমারগাঁও বাসস্ট্যান্ডে সিলেট মেট্রাপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে ও সিলেট সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে কোভিড-১৯ ভাইরাস প্রতিরোধে পরিবহন শ্রমিক ও তাদের পরিবারবর্গের সদস্যদের’কে প্রায় ৫০০(পাঁচশত) টিকা দেওয়া হয়েছে।
উক্ত টিকা প্রদান কার্যক্রমে উপস্থিত ছিলেন জনাব মোঃ আতাহারুল ইসলাম তালুকদার সহকারি পুলিশ কমিশনার (ট্রাফিক) টিআই/জনাব মোঃ মোস্তাক আহমদ (ট্রাফিক) সহ ট্রাফিক বিভাগের অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ।
উক্ত টিকা কার্যক্রমে সার্বিক সহায়তা করেন সিলেট আন্তঃজেলা বাস শ্রামিক ইউনিয়নের সভাপতি জনাব হাজী মঈনুল ইসলাম ও সাধারণ সম্পাদক জনাব আব্দুল মঈন।