শিরোনাম

South east bank ad

সুবর্ণচরে যাত্রা শুরু করল সুবর্ণ মহিলা দাখিল মাদ্রাসা

 প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

নারীদের ধর্মীয় শিক্ষায় এগিয়ে নিতে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নে যাত্রা শুরু করেছে সুবর্ণ মহিলা
দাখিল মাদ্রাসা।

আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় চরজুবলী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান মার্কেটে সংলগ্ন এলাকায় সুবর্ণ মহিলা দাখিল মাদ্রাসার উদ্বোধন করেন মাদ্রাসা পরিচালনা কমিটি।

সুবর্ণ মহিলা দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি শিক্ষানুরাগীও সমাজ সেবক আলহাজ ছায়েদুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চরজব্বর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গিয়াস উদ্দিন ফরহাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরজুবলী রব্বানিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, চরজুবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ খসরু প্রমূখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন এ অঞ্চলে কোন মহিলা মাদ্রসা নেই। নারীদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য মহিলা মাদ্রাসার বিশেষ প্রয়োজন ছিলো তা আজ পূরণ হলো। এ সময় বক্তারা পুরুষদের শিক্ষার পাশাপাশি নারীদের বেশি করে শিক্ষিত করে তোলার গুরুত্বারোপ করেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: