শিরোনাম

South east bank ad

নিত্যপণ্য নিয়ে চাঁদাবাজি, সিন্ডিকেট করা যাবে না: পরিকল্পনামন্ত্রী

 প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, নিত্যপণ্য নিয়ে চাঁদাবাজি, সিন্ডিকেট করা যাবে না। সরকার চাঁদাবাজ ও সিন্ডিকেটকে শক্ত হাতে দমন করে দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ করবে।

তিনি বলেন, নিত্যপণ্যের দাম বেড়েছে, এটি অস্বীকারের সুযোগ নেই। তবে সরকার দেশের উৎপাদিত পণ্য ট্রাক দিয়ে বড় বড় শহরে নিয়ে ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা করেছে। আর যেসব পণ্যের দাম বেড়েছে তা নিয়ন্ত্রণ করা হবে।

আজ (২৫ ফেব্রুয়ারি) শুক্রবার সুনামগঞ্জের ছাতক উপজেলায় লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে ৮৫ লাখ টাকা।

তিনি আরো বলেন, নিত্যপণ্যের দাম কমাতে আমরা ট্যাক্স রিবেট (ছাড়) দেব, ভ্যাট মওকুফ করব, বিদেশ থেকে বিনা শুল্কে খাদ্য দ্রব্য আনার ব্যবস্থা করব।

সরকার সব সময় চায় দেশের মানুষ ভাল থাকুক উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, দেশের মানুষকে ভালো রাখতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তার নেতৃত্ব গুণেই দেশে এতো সব উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।

বিশ্ব বাজারে যেসব পণ্যের দাম বেড়েছে, তা তো প্রধানমন্ত্রী কমাতে পারবেন না বলে মতামত ব্যক্ত করেন পরিকল্পনামন্ত্রী।

প্রবাসী আওয়ামী লীগ নেতা গয়াছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ-৫ আসনের এমপি মহিবুর রহমান মানিক, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ প্রমুখ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: