২ বছরের সাজা প্রাপ্ত আসামীকে ২ বছর পর গ্রেফতার
জাকির হোসেন, (ফরিদপুর):
ফরিদপুর জেলার কোতয়ালী এলাকা হতে ২ বছরের সাজা প্রাপ্ত আসামী ২ বছর পলাতক থাকার পর গ্রেফতার করেছে র্যাব-৮, ফরিদপুর ক্যাম্প।
গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ মোজাম্মেল হোসেন(৪৭)। সে ফরিদপুর কোতয়ালী থানাধীন উলুকান্দা গ্রামের মৃত জনাব আলী মুন্সির ছেলে।
আজ শুক্রবার (২৫ ফ্রেব্রুয়ারি) ২.৫০ ঘটিকার দিকে র্যাব-৮, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস দল টহল ডিউটি করাকালীন ডিএডি শেখ ইসরাইল আমিন এর নেতৃত্বে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন খাসকান্দি গ্রাম এলাকা হতে উক্ত ২ বছরের সাজা প্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে গ্রেফতার করে।
জানা যায়, গ্রেফতারকৃত আসামী চেক জালিয়াতী মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ২ বছর ধরে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল।
পরবর্তীতে উক্ত আসামীকে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়।